খরা প্রবন পুরুলিয়া সহ জঙ্গল মহলের বেশির ভাগ অংশ এখানে পাথুরে মাটিতে খরা যেন নিত্য সঙ্গী।সেই খরা প্রবন এলাকার এক মায়ের কথা...



ভোগবানটাকে বলিহারি
বলি আষাঢ় এর শ্যাষ
তবুও এক ফোঁটা জলের আস লাই
বলি,রুখা মাটি বলে রুখাই রাখবি
টুকুন ভিজাই দিবিক লাই।
এমনি তোর অন্যায়
কনহ লিজের বিবেচনা লাই।


কলের লাতি টা ডুকরে ডুকরে কাঁদছে,
দুটি ভাতের আস টাই
কাঁদে কাঁদে চলে যাছে গোঁসাই দুয়ার টাই
টুকু ফেলে দিয়া মাড়টা পাওয়ার ল্যাগে,
তবুও তর দয়া লাগছে লাই বুক টকে!


তাই নকি তর ঠিন সক্কলে সমান
তবে কেনে ভালা করিস এমন কাম
তিন বছর লে লাতি টকে
বাঁধনা পড়বে জামা দি'লাই।
বহুট নুকাই নুকাই কাঁদে মরে
প্যাটের দুখ সইতে লারে,
মরদ গেল উয়ার খাটতে জাঁযে মরে
খ্যাত টই তাও চাষট দিয়া দিন চৈলে যায়।
কিন্তু তর এমন বিচার যে জলটাও দিছি নাই।
বলি রুখা মাটি বলেকি রুখাই রাখবি
টুকুন ভিজাই দিবি লাই।
লকি রুখা মাটির কা--ল মানুষ বইলে
তোর ঠিনও মানুষ হামরা লাই,
ভাত খাওয়ার চেষ্টা টাও হামদের অন্যায়।
        
                                          তারিখ:১০/১২/১৪
                                          সময়:রাত ১টা