আগুনে পুড়ে মরার আগে পর্যন্ত
পতঙ্গ নিজেকে আগুনের প্রেমিকা ভাবে
যে আলোর উৎসের মুখে আমরা সকলে ছুটে চলেছি
আলোর লোভে-লোভে,জীবনের লোভে!
সেই আলো-সেই লোভ-সেই জীবন-সেই ভালবাসা পেয়েও
সকলে ক্লান্ত হতে পারে না।
সকলে ভীষণ যন্ত্রণাকে বরণ করতে পারে না।
এক একটা দুঃস্বপ্নের রাত্রে একা অন্ধকারে বসে,
বিদগ্ধ আত্মার সাথে সকলে কথা বলে না,
নিজেকে ফুরিয়ে তারসে তারসে অনেকে অনুভব করে না
সমাজের বঞ্চিত মানুষ সকল কে কাঁদায় না।
তাই সকলে কবি হতে পারে না।


যে পরম বিশুদ্ধতার পেছনে আমরা সকলে ছুটছি
ছুটেই চলেছি,সেই বিশুদ্ধতা পৃথিবীতে সত্যি কিছু হয় না।
জল-বায়ু-ফুল-ফল-প্রেম সব মিশ্র পদার্থ পরম কিছুই না
তবুও এই মিশ্রনের মাঝে পরম কে খোঁজার এক নেশা,
এই নেশা সকলের থাকে না।
তাই সকলে কবি হয় না।


না পাওয়ার থেকে জন্ম নেয় যে গভীর ক্ষত
সে ক্ষত সকলে সমান অনুভব করে না-
করতে পারে না........
যা দেশ কালের গণ্ডি ছাড়িয়ে চিরন্তন হতে পারে না
তা কবিতা হতে পারে না।
এক একটা শব্দ প্রসবে যে কষ্ট-যন্ত্রণা
সে যন্ত্রণা অনেকে সহ্য করতে পারে না।
তাই সকলে কবি হতে পারে না।


যতটা প্রেমে নিমজ্জিত হলে জন্ম দেবদাসের
যতটা কষ্ট হয় ফিরে না দেখলে রুবি রায়
ততটা কষ্ট,ততটা গভীর প্রেম অনেকে করতে পারে না,
তাই সকলে প্রেমিক অথবা কবি হতে পারে না।


                                            তারিক:২০/০৮/২০
                                            সময়:বিকেল৬টা