প্রেমিক হতে গেলে যে ধৈর্য লাগে,লাগে সহনশীলতা,
যে ত্যাগের মন্ত্র লাগে বড় বট গাছের মত
সেই শীতল অনুভূতি সকল হৃদয়ে থাকে না,
তাই সকলে প্রেমিক হতে পারে না।


যে কঠিন টানে চন্দ্র--সূর্য --গ্রহ--তারা ঘুরছে
অবিরাম,একে অন্যকে জড়িয়ে ভালোবাসায়!
সে টান সকল হৃদয় অনুভব করতে পারে না;
তাই সকলে প্রেমিক হতে পারে না।


যে হৃদয় ব্যার্থতার ব্যথা সহ্য করে,
ফিরে পাওয়ার আবার মালা গাঁথতে পারে না
পারে না প্রেমকে মুক্ত উড়তে দিতে
সে হৃদয় আর প্রেমিক হতে পারে না।


ঘর ভাঙার ঝড়ে প্রিয়জন হারানোর কান্না!
সকল হৃদয়ে খুব সুনিপুণ আঁকা থাকে,
থাকে না কেবল না পাওয়ার সাথে যুদ্ধ করে
আবার বেঁচে ওঠার রাজকীয় স্পৃহা--ভালোবাসা
রক্ত কিংশুকের লাল রঙে হারিয়ে যাওয়ার ক্ষমতা।
তাই সকল হৃদয় প্রেমিক হতে পারে না।


                                        তারিখ:১৪/০৬/২০
                                       সময়:ভোর৩:৪৮মি: