মৃত সভ্যতার চেয়ে পুরোনো তুমি আমার শহর
পরম দুঃখ পেয়েছি অনেক আমি।
হাজার বছর ধরে__লক্ষ বছর ধরে।


সভ্যতার মৃত্যু উপত্যকার মতো ছড়িয়ে ছিটিয়ে
তুমি ও তোমার অববাহিকা।


বল কতগুলো প্রজন্ম ধ্বংস হলে পরে
হবে প্রকৃত উন্নয়ন।
মুখোমুখি চোখে চোখ রেখে বসা যায়
সদ্য জাত শিশুর।


বাসযোগ্য  কবে?ঠিক কবে হবে?
তোমার ও আমার।আমাদের প্রেমের।
কবে শহরের বুক জুড়ে ফুটে উঠবে আলো।
কবে আকাশ ভরবে তারায় তারায়?


মুক্ত বিহঙ্গের মতো কবে ঊর্ধ্বগামী হবে
তোমার ও আমার শাশ্বত আত্মা!


চিরন্তন সে পথের অমৃত সন্ধান কি তোমরা
ঘোষণা করতে দেবে নবাগত কে মুক্ত মনে?
ধুলো পড়া,ঘুন ধরা সভ্যতার অন্দর থেকে।
আমূল পরিবর্তনে নতুন রূপে সাজাতে দেবে
সভ্যতার বন্দর একবার শুধু একবার!