এটা ধারাভি বা কালাহারি নয়
এখানে জীবন,সূর্য স্তিমিত নয়
এখানে ধমশা  মাদল বাজে মেঠো সুরে
এখানে এখনো ভেজা মাটির গন্ধ বাতাসে ওড়ে।
পলাশ রেনু--ঝরে পড়া পাতা
মন কেমনের বিকেল নিয়ে আসে।
এটা সাঁওতাল পরগনা
এখানে বাতাস অন্য কথা বলে।


এই মুহুল জঙ্গল
এই পলাশ বন
এই কালো রুক্ষ পাহাড়,
এখানে বাতাস অন্য কথা বলে।


এই অনুর্বর মাটিতে ধান ফলাই
যে কৃষক,তার রং কালো,শিরা মোটা
মাথায় পাগড়ি যেন হাজারটা কষ্ট বাঁধা
হাঁসি মুখ ভুলে থাকে হাজার দুঃখ--শোক।
এই মাটি সাঁওতাল পরগনা।
এখানে বাতাস অন্য কথা বলে।