নিয়ন আলোয় মিলিয়ে গেল
যা কিছু আজ ব্যাক্তিগত।
রইলো পরে বুকের মাঝে
দগদগে এক দারুন ক্ষত।
ক্ষত হলো বুকের পাঁজর
ক্ষত হলো হৃদ যন্তর।
সামলে নেওয়ার  মানুষরা সব
ব্যাস্ত এখন ,অন্য কারো।


আজ আমায় পাহাড় ডাকে  
আদর করে নিজের মতো
আমার মন এক তারাতে
আসুক না সে রাতেই যত।


হালকা হাতে স্পর্শদি
নিজের চেনা মাটির মতো।
তবুও তারা আসে নাকো
মনকে বোঝাই নিজের মতো।