গড়িয়া হাটের এই তিন কামরার ফ্ল্যাট
এই আলমারী ভর্তি স্বর্ণ অলংকার
এই বিষয় আশয়
এসব তো চাইনি কখনো কোনো কালে আমি
চাইনি আমি মৃত সভ্যতার লাল--নীল রঙের পড়ত।


শুধু চেয়েছিলেম তোমার কাছে বেশ খানিকটা সময়
বেশ কিছু আমাদের ভালোবাসার মুহূর্ত।
দ্যাখো না সেই সময় টা কখন চলে গেছে
চোরা বালির অন্ধকার স্রোতে,
বুঝতেই পারলাম না আর।
বাঁচার সে--কি তীব্র আকাঙ্ক্ষা নিয়ে
আমি বার বার তোমার কাছে গেছি,
আমার সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে।


কি পেয়েছি আমি বলো?
বলো রক্তিম বলো?কি পেয়েছি আমি!
এ স্বর্ণ অলংকার,এ বিষয় সম্পত্তি?
এত কোনো কাজেই এলো না আমার।
শুধু বিষয়ের বিষ আমার শরীরে ঢুকল মাত্র।


তাতে ভালোবাসা মরেনি আমার,
আমার কোনো নেশাও লাগেনি তার।
ভালোবাসার নেশার কাছে তুচ্ছ সে নেশা।
ভালোবাসা হীন এই আমি মৃত্যুর পাঁজরে পাঁজরে
লিখে যাবো জীবনের গান।
আস্থা হারানো এ মন নিয়ে বার বার বলে যাবো
ভালোবাসি!ভালোবাসি!


রক্তিম তুমি তবুও বুঝবে না?আমার ভালোবাসা.....
কি এক সর্বনাশা অগুনের নেশা এ ভালোবাসা।
যাকে সবকিছু সমর্পণ করে দেওয়া যায়,
বিনা বাক্য ব্যয়ে যে সব কিছু গ্রহণ করে,স....অব কিছুই।


রক্তিম,এই বুকের এই নৈরাশ্য ---এ শূন্যতা
শুধু তোমার ভালোবাসা পাওয়ার।
শুধু তোমাকে ছুঁয়ে বাঁচার,বেঁচে থাকার।
তুমি বুঝবে না রক্তিম।তু.. মি..বুঝ..বে..না....
        
                                         তারিখ:০১/১০/২০
                                          সময়:দুপুর২টা