আমি বসে আছি দীর্ঘ নির্বাসনে
তোমার ঘামের গন্ধ মেখে।
আমার সমস্ত চিত্ত এক পবিত্রতাতে মশগুল,
সেই পাগল করা সুগন্ধে।


প্রেমের বুঝি মিষ্টি একটা আলাদা গন্ধ থাকে,
সকল প্রেমিক--প্রেমিকা সে গন্ধ অনুভব করে
বিচ্ছেদের হাজার বছর পরেও।
প্রেম যদি মূর্তি হয়--বিচ্ছেদ তার অলংকার,
আর গন্ধ তার প্রাণ প্রতিষ্ঠা।


বহুকাল ডাকনি তুমি,
আমি অসহায় হয়ে বসে আছি কাঙালের মতো।
তোমার মায়া হয়নি কখনো?
যাবতীয় ভুল ভ্রান্তি ফেলে তুমি একবার ডাক দিলে
আমি,আমার অমিত্বকে নামিয়ে যেতাম আবার।


প্রেমের গন্ধে মশগুল হতে এ আত্মা চাই আজও।
প্রচণ্ড রোদ্রে নিজেকে জ্বালিয়ে অঙ্গার করে রেখেছে
এ শরীর, মোমি দের মতো সংরক্ষিত ভালোবাসা!
আজও আমার এ মৃত বুকে।


আমাদের দেখা হয়না বহু যুগ
তবুও প্রেমের গন্ধ আমি প্রতি নিঃশ্বাসে পাই।
প্রতি শিরা-উপশিরায় প্রবাহিত হয় সে অমলিন গন্ধ।


অরণ্যের এই একাকীত্ব
আমাকে মশগুল রাখে তোমার শরীরের গন্ধ
আমি আরো গভীর একাকীত্বেই হারাতে চাই,
আরো আরো অন্ধকারে,আরো আরো গন্ধে।


এ শরীর জুড়ে যেদিন নেমে আসবে ফল্গু নদী
সেদিন প্রতি জল কনাই পাবে তুমি প্রেমের গন্ধ
বড্ড পবিত্র--বড্ড শান্ত গন্ধ।


আমার খণ্ডিত প্রেম,
তোমার চলে যাওয়া,
সব একাকার হবে সে জলে,
তোমার শরীর জুড়ে তখন প্রেমের শিহরণ।


                                সময়:সকাল ১১টা
                                তারিখ:-২৪/০২/২১