ভালোবাসার কাছে বার বার করেছি সমর্পণ
হয়নি আত্মা সম্পূর্ণ ছাড়া বাঁধন
মুক্তি যেখানে পথের কাঁটা,
হৃদয়ের যেখানে প্রেম--প্রেমের জটিলতা।
হারানোর ভয় অবিরাম অনুক্ষণ
ভালোবাসার কাছে বার বার করেছি সমর্পণ।


ভাবনারা শব্দ খোঁজে প্রতিক্ষণ
যে ফুল ঝড়ে গেছে
তার হয়নি কভু স্মৃতি চারণ।
যে নাম ঝড়ে গেছে সময়ের ব্যবধানে,
সে নাম জায়গা পাই মনের গহীনে।
তবুও তার স্মৃতি চারণ হয় না কভু
ঝড়ে পড়া ফুলের মতন।
আঁটকে রাখে কেবল বৃহৎ  এক ক্ষুদ্র কোন
শুধু নামটাই ভুলে যাওয়া বারণ।
ভালোবাসার কাছে বার বার করেছি সমর্পণ,
নিজেকে ভুলিয়ে রাখা নিজের মতন।


                                   ২৯/0৪/২০
                                 রাত্রি-১০:২৮