দেশের সেবা সেতো মহা পূন্যের কাজ,
হয় যদি সৎ লোক পরকালে পাবে নাজাত ।
পতিতারা পায় যদি রাজনীতির ঠিকাদারী,
সে দেশের পরিবেশ কি জঘন্য প্রমান তারই !
ব্যানারেতে ফেস্টুনে দেখায় কত চমক !
হয় যদি সমালোচনা খাবে নেতার ধমক ।
তাদের কারনে কত ভালো ভালো পরিবার,
দিয়েছে যে জাত মান জীবনে নামে আঁধার।
কাদের ইশারায় তারা পেল এত স্পর্ধা
আমাদের কিছু নেতা খায় তাদের হাতে জর্দ্দা
সারা দিন দেখায় যে তারা উন্নয়নের বন্যা,
রাতের আঁধারে থাকে বগলেতে ললনা।
পাঁচ তারা হোটেলেতে সরাব সাকীর সাথে
করে শুধু রাস লীলা রসের পেয়ালা হাতে !
তাদের কারণে আজ যেন পুরো দেশটা,
পাপের আঁধারে ঢাকা আছে যেন বেশটা।
নামধারী সে নেতাদের বিচার যদি হয়,
কলুষিত সেই কাজে সবাই পাবে ভয়।
সোনার বাংলা হবে সর্গীয় উদ্দ্যান,
সাধারণ জনতারা হবে খুশি পাবে ত্রাণ ।