প্রিয়,তুমি যদি চাও সমুদ্রে অথৈ প্রগাঢ় জলে
আমাকে ডুবিয়ে দাও।
তবু তোমার রূপের অমৃত সুধা পান হতে
আমায় বঞ্চিত করোনা
আমার হৃদয় মাঝে তুমি শান্ত প্রশমিত,
স্নিগ্ধ কোমল  হয়ে ঘুমিয়ে থেকো !
আমি তোমায় দেখতে দেখতে,
আর তোমার দেয়া জপ মালা জপে জপে !
কখনো ডুববো কখনো ভাসবো,
ডাঙা আর জলের হিসাব যাবো ভুলে।
প্রিয়, তুমি যদি চাও হিম শীতল তুষার আবৃত,
দুর্গম পর্বত চুড়ায় আমাকে নিক্ষেপ কর।
তবু তোমার বিরহ বিচ্ছেদ বেদনা আমায় দিয়োনা।
আমি তোমায় বক্ষে ধারণ করে,
হিম শীতল বরফ চূড়ায় বরফ খন্ড হয়ে করবো বসত
শৈত্যপ্রবাহের প্রখরতা যাবো ভুলে।
প্রিয়,তুমি যদি চাও জলন্ত অগ্নি কুন্ডে,
আমাকে নিক্ষেপ কর
শুধু তোমার তেজ দীপ্ত জ্যোর্তিময় অবয়ব নিয়ে,
হে প্রিয় সামনে থেকো !
আমার হৃদয়ে,আমার বক্ষে,
আমার ললাটে,আমার চোখে,
আমার মস্তিস্কে,আমার শিরা-উপশিরা, রক্তের কনিকায়।
আমি শুধু তোমাকে রাখবো,
আগুনের দরিয়া হবে আমার পুস্প কানন।