হে প্রাণোনাথ রেখো তুমি,
তোমার চরণ তলে।
তোমায় বিনে সকল আমি,
থাকি যেন ভুলে।
লাইলাাতুল কদর রজনী,
হাজার রাতের শ্রেষ্ট্র জানি।
তোমার দিদার না হয় যদি,
জাগে হাজার তৃষ্ণা ক্ষিদে।
তৃষিত মরুর তপ্ত বুকে,
তুমিযে মোর পানীয় পিয়াস!
তোমার রূপের একটি ঝলক,
এইতো আমার আবে হায়াত!
পাপী বলে জান্নাতের ঐ,
দরজা যদি না দেয় খুলে।
দেখা দিয়ে দোজখে রেখো,
থাকবো সেথায় পরম সূখে।
তুমি বিনে কি স্বাদ নেব,
বিলাসী ঐ জান্নাত ভোগে।
তোমায় দেখে দোজখে যাব
প্রেমাবেগে থাকবো মজে।