তুমি সং সং তুমি মস্ত সং,
তোমার নেই কোন আপন রঙ।
তুমি হাসাতে সবারে আপন ভুলে
হাসির রঙে ধরযে ভং!
তুমি সং সং তুমি মস্ত সং।
তুমি সং সেজে এই ভব সংসারে
মিটাতে সকলের চাওয়া পাওয়া।
ভুলে আছো নিজের ইচ্ছা বিলাশ
ভুলে যাও মাঝে নাওয়া খাওয়া।
যত দিন তুমি রবে সংসারী
নিজেকে ভাবীবে মস্ত সং
সংসারে সদা থাকবে শান্তি
বাজিবেনা আর অশান্তির ঢং।