মুক্ত কন্ঠে ছাড়ি বুকের শ্বাস,
বলি আমার আছে গর্বিত ইতিহাস।
কত আর্য অনার্য মুনি ঋষি গন
একদা হেতা করেগেছে বসবাস।
কালের কন্ঠে কান পাতিয়া শোন,
পঞ্চপান্ডব চষিয়া গেছে হাল,
গুপ্ত বংশের অশোক গুপ্ত আসি,
সম্রাজ্যর মেলিয়া ধরেছে পাল।
গৌতম বুদ্ধের সর্ব জীবের সেবা
শিখিয়াছে মোদের আগে কেবা?
কল্পিত নয় ওয়ারী বটেশ্বর ছেড়ে.
পালিয়েছে দ্বিগ জয়ী জান্ডার!
মানবের উপর যখনই জুলুম চলে,
যখনই খোদার আসন ভাসায় জলে!
তখই খোদার বান্দা আসে খাস,
প্রবাহিত হয় প্রেমোময় উচ্ছাস!
তেমনি এলেন শাহজালাল ইয়ামেনি,
শোনাতে খোদার সেই প্রেমোময় বানী।
বখতিয়ারের তরবািরতেই নয়
ইসলাম আসে খোদা প্রেমে নিশ্চই।
জনকন্ঠে ভাসে সে সুমধুর সুর,
আজানের সুরে আসে যে ভোরের আলো
মোদের দেশে করতে বানিজ্য,
গোটা ইউরোপে ছড়ায় বর্ণিক বার্তা।
সমুদ্র তটে ভিরিয়ে তরীখানা,
অপহর্তা ইংরেজ যেথা দেখে প্রথম আলো।
মানব জমিনে অত্যাচারের চিহ্ন.
দ্রোহে কাপে এই বাংলার আছমান!
হাজী শরিয়ত,ফকির মজনু শাহ,
ইত্তেফাকে তিতুমির উজ্জলা।
তারাই তখন আনে নয়া দিগন্ত
ভাসানী নয় হক কথাতে ক্ষান্ত।
সূর্য্যসেন আর প্রীতিলতার ত্রাসে.
বাংলাতে তাই সিপাহী বিপ্লব আসে।
নেতাজী বসুর সশস্ত্র সংগ্রাম,
ফাঁসীর মঞ্চে চলেযায় খুদিরাম!
নজরুল লেখে বিদ্রোহী কবিতা,
রবি ঠাকুরের গিতাঞ্জলী কাব্য।
এমনি করে যায় যায়যে দিন,
শেরে বংলার শালিশী বোর্ডে ঋণ !
কত ইতিহাসের সাক্ষী আমার দেশ,
যুগান্তরে লাগে নতুন হাওয়া,
ইংরেজ যায় আসে পাকিস্তানী.
নিরবে কাঁদে এই বাংলার বানী!
সারা বিশ্বে আমরাই সেই জাতি,
যারা বিলিয়েছে প্রাণ মায়ের ভাষার তরে।
বাংলা ভাষাযে রয়ে যায় স্বমহিমায়,
অমর হলযে একুশে ফেব্রুয়ারী।
শায়ত্ব শাসনে কাটেযে দিনকাল,
ক্ষোবে বিক্ষোবে ফেটে যায় মানবকন্ঠ!
আগরতলা ষড়যন্ত্র মামলা,
শেখ মুজিবের ঘোষিত ছয়দফা।
সত্তুরের ঘোষিত নির্বাচনে,
পাকিস্তানের বিশাল ভরাডুবি,
পাল্টে যায় এই বাংলার ছবি।
পল্টন মাঠে মুজিব হয়ে কবি,
জনসমুদ্রে আবৃতি করেন অমর কবিতা খানি।
পঁচিশে মার্চ এমনি কালো রাতে,
পাকিস্তানী দানবীয় সন্ত্রাসে,
ঝরেপরে কত বাঙালী কির্তিমান।
নয় মাসের সুদীর্ঘ সংগ্রামে,
তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে,
ফিরে পাই আলোকিত বাংলাদেশ।
কত সংঘাত আর কত ষড়যন্ত্রে,
মোরা এগিয়ে চলিযে আগামীর মন্ত্রে,
বাংলাদেশ প্রতিদিন।
এসেছে এবার আমাদের সময়,
সবুজের মাঝে উড়বে বৃত্ত লাল,
এমনি করে কাটাবো সমকাল।