ব্যাবধান


মোঃ আরিফ মিয়া
তুমি অনাদি অনন্ত, আমি ছোট অতি নিতান্ত
ছোটকে তুমি দয়া করে প্রভু বক্ষ কর প্রসস্ত!
তুমি চির পুন্যে বলিষ্ট আমি পাপে হলাম পাপিষ্ট?
আমার এ পাপ মার্জনা করে,করে দাও উমুক্ত।
তুমি সদা জাগ্রত সু চতুর আমি দুর্বল কামাতুর,
কামনা হতে মুক্ত করে বেধে দাও প্রেমোডোর!
তুমি নির্লোভ বিশ্বস্ত আমি লোভে রয়েছি মত্ত,
আমার এ লোভ দুর করে কর তোমার প্রেমেতে মত্ত।
তুমি সিংহাসনে অনড়, আমি হিংসা অনলে প্রবল!
হিংসা আমার দুর করে প্রভু জ্বালাও প্রেমানল।
তুমি ক্রোধে মহা ভয় অতি ক্রোধে পাইনা আমার গতি!
আমার এ ক্রোধ মুক্ত কর হয়ে প্রেমোপতি।
তুমি পরম করুনাময় এ মন মোহ মায়ায় ডুবে রয়,
মায়ার বাধন ছিন্ন কর যেন তোমাতেই ডুবে রয়।
এতযে তবে বাধা ব্যাবধাব কি করে আমি পাইবো ত্রান,
কি করে আসিব তোমার কাছে সকল দুয়াড় খুলে,
তোমার দয়া না হলে?
ও হে দয়াময়,করুনা করে সৃজিলা, যদি দয়া পাবো নিশ্চই!
তোমার আছে মহাবল, আর আমার আছে আঁখিজল!
কি করে তুমি ফিরাবে আমারে হলে আঁখি টলমল?