তোমায় ভালোবেসে আমি
শিখেছি আতিথীয়তা।
তোমায় ভালোবেসে আমি
শিখেছি দানশীলতা।
তোমায় ভালোবেসে আমি
শিখেছি উদারতা।
তোমায় ভালোবেসে আমি
শিখেছি মানবতা।
তোমায় পাবার আশায় আমি
পেয়েছি মানব জাতি।
তোমায় পাবার আশায় আমি
হয়েছি তাদের জ্ঞাতি।
তোমায় পাবার আশায় আমি
হয়েছি তাদের দেহ।
মোর দেহ ঘরে আস্তিক নাস্তিক
বাদ যায়নি কেহ।
মোর দেহ ঘরে শিরা-উপ শিরা
রক্তের কনিকায়।
কতনা রঙের মানব-মানবী
সদাযে দোল খায়।
তাদের সুখে হাসি আবার
কাঁদি তাদের দুখে!
সৃজিলে তুমি কত মমতায়
কৃপা করে বড় সূখে।
তবে কেন প্রভু হয়ে দয়াময়
ধরেছো রুদ্র রূপ!
ভয়ে কাঁপে আজ বিশ্ব ভু্বন
হয়ে ত্রস্ত উন্মুখ!
যারা চলে গেল তোমার কাছে
তারাতো ছিল বড়ই ভালো।
সেই ভালোদের পথে প্রভু,
ডেকে নাও মোরে তাও ভালো,
সারা দিতে যেন না কাঁপে পরাণ
না জাগে সংশয়।
তব পদ তলে হব কোরবান
হয়ে সিজদা রত.
তবু প্রভু তুমি আসোগো তোমার
মায়াময় রূপে ফিরে
ভুবন আবার উঠুক ভরিয়া
আনন্দ কোলাহলে।
নাদে আলী পড়ে পড়ে
দিলাম দোহাই অল্লাহ নামের
সব প্রেমিকের মুল কেন্দ্র
দিলাম দোহই পাক রাসুলের
দিলাম দোহাই মাওলা আলীর
শেরে এ খোদা যুলফিকার ধারী.........।
নাদে আলীআন মাযহারুল আযায়েবে
তাযিদহু আওনাল্লাকা ফিন-নাওয়ায়েবে
কুল্লু হাম্মিন ওয়া গাম্মিন
ছাইয়ান জালিবি বি আযমাতিকা
ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু
ওয়া বি নাবুয়াতিকা ইয়া মোহাম্মাদু
ইয়া মোহাম্মাদু ইয়া মোহাম্মাদু
ওয়া বি বিলাইতিকা ইয়া আলী
ইয়া আলী ইয়া আলী
লা ফাতা ইল্লা আলী
লা ছাইফা ইল্লা জুলফুকার