মোর নয়নো তারা মোহাম্মদ,
সে নয়নেরো ধারা মোহাম্মদ,
ঠোঁটে বাজে সে নামেরো ধ্বনি.
কি মধুর সুরে দু কানে শুনি।
মোর বক্ষেরো মাঝে মোহাম্মদ,
মোর হৃদয়ে আছে মোহাব্বত,
মোর চিত্তে যে ভাসে মদিনা,
সে যে আলোকিত চির সফিনা।
ওগো প্রেমো শিখা প্রজ্বলিত,
কর তোমার আলোয় আলোকিত
পেলো যে আলো প্রেমিক জ্ঞানিরা
তুমিতো হলে সিরাজুম মুনিরা।
ওগো কম্বল ধারী কাম্লী ওয়ালা,
এই বিশ্বময় রহমতের ধারা,
এক আল্লাহর তুমিতো প্রমান,
তুমি না এলে হতনা প্রকাশ,
মহান আল্লাহর যত সিফাত।
ওগো মোস্তাফা,মোরতাযা,মোখতারুন,
শেষ বিচারে তুমিই শাফিউন।