প্রেমোহাটে নদীঘাটে কেন সদা জাগে সংশয়?
প্রতপ্ত ঘাত প্রতিঘাত, প্রমাদ প্রকট সমুদয়।
হয়ে গুপ্ত করে প্রেমে রপ্ত মহা অনন্ত অসীম
খুলে প্রেমোহাট ঘটা করে নদীঘাট সাজায় অখিল
নদীতে নক্র, নীলাকার সমুদ্রে নদ্ধ নক্ররাজ!
নগে নখী নখায়ুধ, নকুলের ভয়ে কাপে সর্পরাজ!
পারাপারে নিয়োজিত সোনার তরণী
যাত্রিরা প্রেমে রাঙা সোনার বরণী
সে নায়ের কর্ণধার মোর্শেদ মহাজন
মাঝিমাল্লা ব্যাপৃত আছে পাঁচজন
মম প্রেম নগরীর নগরীয় নন্দনের নগরচত্বরে!
নবোদিত নিত্য মোরা তুমি নরাধিপ তব ধামে।
নখদর্পণে তব নক্ষত্রলোকে মম মহা নক্ষত্রপতি!
প্রেমোহাটে নওবতে খুলে নবদ্বার করহে প্রণতি।