বিজয়ের মাসে নব উল্লাসে,
জাগেযে সারা জাতি
দেখেনাতো চেয়ে কত বলীদানের,
ক্ষত বিক্ষত স্মৃতি।
স্মৃতির মিনারে আহ্লাদে করেছো,
পুষ্পস্তবক দান?
স্মৃতির অতলে দেখোনিকো চেয়ে,
হয়নিকো প্রতিদান।
যে আশায় শহীদ দিয়েছে ঢেলে,
বুকের উষ্ণ রক্তলাল।
সে আশার বুকে ঘুনের বাসা,
রয়েছে বেধে অনাদিকাল
পুষ্পস্তবক পাহাড় সম
আছে লোক দেখানো ফুটানি!
শ্রদ্ধা বোধের লক্ষণ নাই তাই ঝরেনা,
চোখের পানি।
আছে দম্ভ কে কার বড় দেখাতে হবে
সবার মাঝে
তাদের এ হীন কর্ম যজ্ঞে সকল শহীদ,
মরে লাজে।