পরম করুনাময় মহান আল্লাহর নামে


আর রহমান  যিনি শিখাইলেন কোর আন
যিনি মানুষকে সৃষ্টি করে শিখাইলেন বয়ান
সূর্য্য চন্দ্র যথায় করে এক হিসাবে চলমান
তারকারাজি গাছপালা তার সিজদায় রত সর্বদা
আছমানকে তিনি অতি সু’উচ্চে দিয়েছেন স্থিরতা
দাড়ি পাল্লা কয়েম করে তিনি জারি  করেন পরিমাণ
ওজনেতে কম দিয়োনা ওজনে দাও সঠিক সমান
তিনি এই পৃথিবী সৃষ্টি করেন সকল সৃষ্টির তরে
দিয়েছেন তিনি সব ধরনের সুস্বাদু ফলে ভরে
খেজুরের ফল থাকে পাতলা ঢাকা আবরণে
নানা রকম শস্যে আছে দানা কুশি উভয়েই
হে জ্বীন ও মানব গন
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান?
তিনি মানুষ সৃজিল পুড়া শুষ্ক ঠনঠনে মাটি হতে,
জ্বীনকে করেন সৃজন ধোয়াহীন অগ্নি শিখা হতে।
হে জ্বীন ও মানব গন.
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান?
যেথা হতে দুই উদয়াচল চলে দুই অস্তাচলে
উদয়-অস্ত সবকিছুর প্রভু তিনিই রক্ষাকরেন।
হে জ্বীন ও মানব গন.
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান?
দুই সমুদ্রকে তিনি পরস্পর করেন প্রবাহিত
উভয়ের মাঝে আছে ব্যাবধান হয়না অতিক্রান্ত
হে জ্বীন ও মানব গন.
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান?
ঊভয় সমুদ্রে আছে কত রত্নরাজি
আছে মুক্তা আর প্রবাল আরও কতকি
হে জ্বীন ও মানব গন.
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান?
মহা সমুদ্রে ভাসমান জাহাজ পাহাড় সম
তারই নিয়ন্ত্রনে চলে তারই ইশারায় তম
হে জ্বীন ও মানব গন.
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান?
যমিনেতে যা কিছ আছে সবই বিনাশ  ধংশশীল
প্রভু তোমার মহিমা অপার সত্তা হল চিরঞ্জীব।
হে জ্বীন ও মানব গন.
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান?
ভূমন্ডল ও নভোমন্ডলে সবার ত্রাতা তুমি শাই
সবার বাঞ্চা মিটাতে প্রভু নিমগ্ন থাকো সদাই
হে জ্বীন ও মানব গন.
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান?
অচিরেই নিব হিসাব-নিকাশ জেনে রাখ হে মানব -জ্বীন
দেখতে দেখতে কাটবে বেলা ফুরিয়ে যাবে সুখের দিন।
হে জ্বীন ও মানব গন.
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান ?
সাধ্যে যদি সামর্থ হয় তোমাদের হে জ্বীন ও মানবকুল
অতিক্রম কর নভোমন্ডলও ভুমন্ডলের  প্রান্ত নির্ভুল
পারবেনা তোমরা যদি না থাকে তার সম্মতি নির্দেশ।
হে জ্বীন ও মানব গন.
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান ?
ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নি স্ফুলিঙ্গ ধুম্রকুন্ড
ত্রাহি ত্রাহি করবে সবাই পাবেনা নিস্তার হবে বিনষ্ট
হে জ্বীন ও মানব গন.
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান ?
যে দিন আকাশ হবে ছিন্নভিন্ন হয়ে বিদীর্ণ ছারখার
রক্তে রঞ্জিত লাল চামড়ার মত আকার হবে তার
হে জ্বীন ও মানব গন.
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান ?
সেদিন না জিজ্ঞাসীিবে জিনের তরে কি তার অপরাধ
না জিজ্ঞাসীিবে মানবের তরে জমা আছে তার পাপ
হে জ্বীন ও মানব গন.
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান ?
অপরাধীদের পরিচয় পাবে তাদের চেহারা চিহ্ন হতে
তাদের কপালের চুল আর পা ধরে হিচড়ে টানা  হবে
হে জ্বীন ও মানব গন.
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান
এটাই নরকানল যাকে পাপীরা অনর্গল করত প্রত্যাখ্যান
তারা নরকানলের ফুটন্ত পানির মাঝখানে করবে প্রদক্ষিন
হে জ্বীন ও মানব গন.
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান?
যে ব্যাক্তি তার প্রভুর সামনে দাড়াবার ভয়ে সদা কম্পমান
প্রতিদান স্বরুপ তার উপহার রেখেছেন তিনি দুটি উদ্যান!
হে জ্বীন ও মানব গন.
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান?
হবে ফলদার ঘন শাখা পল্লব বিশিষ্ট উভয় উদ্যান
উভয় উদ্যানে আছে বহমান দুটি ধারা প্রস্রবন।
হে জ্বীন ও মানব গন.
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান?
উভয়ের মধ্যে প্রত্যেক ফল হবে বিভিন্ন রকম।
হে জ্বীন ও মানব গন.
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান?
রেশমী বিছানায় তারা আরামে হেলান দিয়ে বসবেে
উভয় উদ্যানের ফল তাদের অতি নিকট ঝুলবে
হে জ্বীন ও মানব গন.
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান?
তথায় থাকবে আনতনয়ন সুন্দরী রমনীগন
যাদের করেনি পুর্বে স্পর্শ কোন জ্বীন ও মানবগন
হে জ্বীন ও মানব গন.
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান?
তারা হবে প্রবাল ও পদ্মরাগ সদৃশ রমণীগণ।
হে জ্বীন ও মানব গন.
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান
সৎ কাজের  উত্তম পুরস্কার ছাড়া কি হবে প্রতিদান
হে জ্বীন ও মানব গন.
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান
আর এই দু’টি ছাড়া আরও দু’টি রয়েছে  উদ্যান ।
হে জ্বীন ও মানব গন.
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান
কত ঘন সবুজ হবে ঐ দুটি উদ্যান
হে জ্বীন ও মানব গন.
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান
তথায় আছে উদ্বেলিত দুই প্রস্রবণ।
হে জ্বীন ও মানব গন.
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান
তথায় আছে ফল-মূল, খর্জুর ও আনার
হে জ্বীন ও মানব গন.
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান
সেখানে থাকবে সচ্চরিত্রা অনিন্দ্য সুন্দরী রমণীগণ।
হে জ্বীন ও মানব গন.
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান?
থাকবে তাঁবুতে অবস্থানকারিণী হুরগণ
হে জ্বীন ও মানব গন.
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান?
যাদের পুর্বে স্পর্শ করেনি কোন জ্বীন ও মানবগন
হে জ্বীন ও মানব গন.
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান?
তারা হেলান দিয়ে বসবে সবুজ গালিচায়  যা উৎকৃষ্ট মূল্যবান
হে জ্বীন ও মানব গন.
তোমার প্রভুর কোন দান
তুমি করবে প্রত্যাখ্যান?
কত পূণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব।