ঐ নতুনের কেতন তলে
দেখবি যদি নয়কো দুরে,
আয়রে চলে ঐ নতুনের কেতন তলে।
রুপ কথারই গল্পরা সব
সত্য হল যাদের বলে,
জানবি যদি আয়রে চলে ঐ নতুনের কেতন তলে।
নয়কো জাদু জ্ঞানের আলো
শিখবি যদি আরো ভালো,
মিটে যাবে সকল কালো বুঝবি যদি,
আয়রে চলে ঐ নতুনের কেতন তলে।
প্রাণে প্রাণে লেনা -দেনা
হয়ে যাবে বিশ্ব চেনা,
থাকবি  যদি সবার মাঝে হয়েরে তুই চির চেনা,
আয়রে চলে ঐ নতুনের কেতন তলে।