শখা তোমার বাঁশীর সুরে বয়যে সুরের বন্যা
বাঁশীর সুরের ধ্বনিতে বাজে বন বিরহের কান্না
বাঁশ বনেরই গহীন কোনে ছিল কত সুখ !
বন বিরহের কান্না শুনে জুড়াও তব বুক?
বাঁশবনযে ছিল বাঁশীর বড় স্বর্গীয় উদ্যান !
সেই বিরহে বাঁশীর সুরে জাগে করুণ তান।
তেমনি তুমি কোথায় ছিলে সেই ভাবনা ভাবো.
দেখো ভেবে কার বিরহে কাটে  অবসর তব।
গড়লে তুমি রঙ্গিন করে কত সাধের আবাস,
দেখো ভেবে এটাই তোমার আসল পরবাস।
বাঁশী যেমন তার সুরেতে খোঁজে ফেরে বাঁশবন
তেমনি দেখো কার বিরহেকাঁদে তোমার মন ?