মৃত্যু নিয়ে ভয় করোনা.
মৃত্যু নয়কো ভয়ের কারণ।
মরার পরে পাবে তুমি,
মৃত্যুঞ্জয়ী অপার জীবন।
মৃত্যু হলো একটি সেতু,
প্রেমিক সুজন নয়কো ভীতু!
জানে তারা ওপারে তার,
বন্ধুর সাথে হবে মিলন।
প্রাত প্রভাতে ছিলে শিশু,
মধ্যাহ্নে বালক হলে!
অপরাহ্নে হলে যুবক
নৈশকালে প্রবীন হলে।
নিশুতি রাতে ভাবো বসে,
কোথায় গেলো সেই শিশুকাল?
বাল্য কিংবা যৌবন কালের
স্মৃতির মন্থনে ভিজে কপোল?
তাই বলি ভাই দেখো.
ভেবে সকল কালের আছে মরণ!
দমে দমে মরণকে তাই,
বন্ধুর তরে করো বরণ।