কেন ছুটছি, কীসের পিছে—
ধূসর সত্যি নাকি রঙিন মিছে?
রোজকার কেতাবি আয়-রোজগার,
সময়-রথের সব সমাচার
হেঁয়ালি স্রেফ নাকি কারণ আছে?


কেন চলছি, কীসের খোঁজে—
সরব কণ্ঠে কি'বা মুখটি বুজে?
আমাদের এই খুদে সংসার,
দিনের আশায় রাত্রি কাবার
বৃথাই কেবল নাকি খাস গরজে?


কেন কাঁদছি হাসার ছলে,
হাওয়া ফুঁকে চলি আশার পালে?
দুঃখ-সুখের হিসেব রেখে,
মরিয়া ছুট রৌদ্র মেখে
শুধুই হারাতে যুগের অতলে?


যদি হঠাৎ খসে পড়ে তারা,
আকাশ ফেটে চৌচির;
পাহাড় ওড়ে ধুলোর মতো,
সমুদ্র হয় অস্থির—
কোথায় লুকিয়ে রবো অক্ষত?


যদি সূর্য কভু আলো হারায়,
পশ্চিমে তোলে মুখ;
যদি জমিন কাঁপে বিভীষিকায়,
খালি হতে উন্মুখ—
বাঁচার তাগিদে পাব অমৃত?


যদি প্রলয়ের ডাক বিনাশ আনে,
বেহুঁশ মর্ত্যের সবে;
যদি নিষ্প্রাণ ঘুমের প্রহর ফুরায়
আর্ত কলরবে—
সহায়-সম্পদ দেবে কি কোন কাজ?


যেদিন জন্ম-মৃত্যুর পালা ঘুচবে,
নিঃশেষ জীবনগাথা;
যখন প্রাণের স্রষ্টা চাইবেন হিসেব,
পাপ-পুণ্যের খাতা—
তাঁর দয়া ছাড়া কে বাঁচাবে আজ?