মনের ভীষণ জ্বর হয়েছে,
অবাধ্য উষ্ণতায় কলজে পুড়ছে
নিকোটিনের মতন;
ভুরভুর করে ছড়িয়ে পড়ছে দীর্ঘশ্বাসের ধোঁয়া।


জ্বরের ঘোরে ভুলে যাচ্ছি নামধাম,
ভুলে যাচ্ছি কোথায় ছিলাম;
ভুলে গেছি বাড়ির পথ, ছুটে গেছে স্মৃতির রথ।


আমি একমনে দেখে যাচ্ছি
ধোঁয়ার পরতগুলোর বৃত্ত আঁকা,
দেখছি নানান ধাঁচের দলা পাকানো অনুভূতির
বাষ্প হয়ে মিলিয়ে যাওয়া...


এই তো সেদিনও চনমনে হৃদয়ে
গমগমে অনুভূতির সমাহার ছিল,
সময়ের সাথে পাল্লা দিয়ে
সুখের পিছু নেয়ার আয়োজন ছিল।


এবেলা সময় যেন পাথুরে ভাস্কর্য!
অতীত ভুলে গেছে অতীত হতে,
বর্তমান ভুলে গেছে ভবিষ্যৎ ছুঁতে।
বিবাগী শূন্যতাগুলো আমায় ফেলে গেছে
মহাশূন্যের কোন ব্ল্যাকহোলে;
বেরোবার উপায় নেই, ফুরোবার নিয়ম নেই।