অতোটা দূরেও নই আমি,
যতোটা দূরে ঠেলে দিতে চাও তুমি।  
স্থানিক দূরত্ব হয়তো বলার মতো;
কিন্তু মন যে সরলপথ উপেক্ষা করে
কৌণিকবেগে দূরত্ব কমিয়ে এনেছে সে কবেই!


তুমি অবাধে মায়া ছড়াও,
ফের দেয়াল তুলে আড়ালে হারাও।
আমার মায়াকাতর মন হাঁসফাঁস করে
আরেকটিবার সে মায়ায়
আকণ্ঠ ডুব দেয়ার আকাঙ্ক্ষায়।
তাকে কে বোঝাবে,
সব আকাঙ্ক্ষার জন্ম পূরণ হবে বলে নয়;
কিছু কিছু শূন্যে মিলায় মনে ধরিয়ে ক্ষয়!


আমি শূন্যতা দিয়েই
নিজেকে পূর্ণ করব বলে বসে আছি;
অপ্রাপ্তিতে ঋদ্ধ হব, এই পণ করেছি।
শুধু জেনো-
অতোটা দূরেও নই আমি,
যতোটা দূরের আমায় ভাবো তুমি!