একটু নাহয় নিখোঁজ হলাম,
সন্ধানে কি আসবে তুমি?
একটু নাহয় দোর ভেজালাম,
মান ভুলে কি হাসবে তুমি?


হলোই নাহয় খানিক দেরি,
পথ চেয়ে কি রইবে দু'চোখ?
কালবোশেখী ঝড়ের দিনে
থাকবে সাথে, সুখ কি'বা শোক?


একটু নাহয় গোলাপ রেখে
দিলাম তোমায় ঝরা বকুল;
তুমি খেদে মুখ ফোলাবে
নাকি ওতেই হবে ব্যাকুল?


একটু নাহয় মুখ ফেরালাম,
হাত বাড়িয়ে ডাকবে কাছে?
দেখবে শুধুই কী পেয়েছ
না ভাববে কী দেয়ার আছে?


একটু নাহয় রাখলাম জমা
সকল আমার তোমার মাঝে,
নিমেষে মন ভাঙবে নাকি
রাখবে গোপন আপন ভাঁজে?