কূল-কিনারা নাই,
কোন সাহারা নাই;
জীয়ন-সুধা নাই,
জীবন সাহারা তাই।


ভুল বেয়াড়া সব,
কুল ধমনীতে রব;
হোক তামাশা খুব,
বোধের হাট নীরব।


এই তো আমি চাই,
ছিঁড়ুক সাধের নাটাই;
ভণ্ডুল হোক হিসেব,
সূত্র হোক ছাঁটাই...