জানতে হবে—
থেমেছ তুমি নাকি পড়েছে বাধা,
ঘুমিয়ে আছ নাকি চোখটা বাঁধা?
হোঁচট খেলে নাকি ধাক্কা কোন,
পুড়ছ নিজেই না কেউ পোড়াচ্ছে হেন?


জানতে হবে—
তোমারই ভুল নাকি পথটা বাঁকা,
কীসের নকশা রয়েছে আঁকা?
এসব অচিন লোকের আসরে
সেধেই এলে নাকি হয়েছে ডাকা?


জানতে হবে—
করছ ত্যাগ নাকি হচ্ছ বলি,
এমনই ছিলে না কেউ মেখেছে কালি?
মুখে বিষাদ, চোখে জল,
ঠোঁটে কপট হাসির ছল;
নিজের দোষেই ধরেছে ক্ষয়
না কারও দান এই পরাজয়?


নোটঃ উপর্যুক্ত কবিতাটি ভারতীয় কবি নিধি নারওয়ালের কবিতা ‘জাননা জরুরি হ্যায়’ থেকে নির্বাচিত কিছু অংশের ভাবানুবাদ।