আমি তো চাইনি এমন স্বাধীনতা ,
যে স্বাধীনতা শুধু ইতিহাস হয়ে থাকবে...
বাস্তবতার ভাষা খুঁজে পাবে না।
আমি তো চাইনি এমন স্বাধীনতা ,
যে স্বাধীনতা আমার ভাষাকে করবে সংকীর্ণ ...
সত্য বলার উপহার হবে কান্না।
আমি তো চাইনি এমন স্বাধীনতা ,
যে স্বাধীনতা কেরে নেবে আমার প্রান ...
মুক্ত ভাবে হাঁটতে গেলে পাবো বাঁধা ।
আমি তো চাইনি এমন স্বাধীনতা।
লক্ষ লক্ষ যোদ্ধা কি চেয়েছিল এমন স্বাধীনতা ?