কাল তোমায় খুব দেখতে ইচ্ছা হয়েছিল,
আজ অরুচি জন্মেছে তোমায় দেখাটা.
কাল তোমার কণ্ঠের সুর মধুর ছিল,
আজ তিক্ততার স্বাদে পূর্ণ তা.
কাল তোমার ওপর অজ্ঞাত বিশ্বাস ছিল,
আজ তুমি অবিশ্বাসেরও যোগ্য না.
কাল তোমার ব্যবহারে আমি মুগ্ধ বিমোহিত,
আজ তা জঘন্যতার শ্রেষ্ঠ উদাহরণ ব্যতিত আর কিছুই না। .