নিঝুম রাত....
চারিদিকে আধার....
আমি একলা,  
সাথে নিঃসঙ্গতা ।
আর আছে....
তোমার স্মৃতি গুলো,
নিশ্চুপ নিরবতা ।
সপ্নময় পৃথিবীতে,
সপ্নহীন আমি....
বড়ই বেমানান তা ।
দুঃখের চাদরে....
দুঃখের বারতা,
তবুও এই হৃদয়ে সুখহীনতা ।
শুধুই তোমাকে খোঁজা,
জানি বৃথা চেষ্টা সেটা ।
কিন্তু তাও যে....
এই মন মানে না ।
শুধুই নিশ্চুপ নিরবতা....
আর আমি একলা ।
বিলীনতার মুখে দাড়িয়ে....
তোমার স্মৃতিগুলো ,
ধুলোর চাদরে মোরা ।
আজ আর সময় হয়না,
বিমূর্ষ বিষন্নতায় পূর্ণ....
তোমার স্মৃতির ভেলায় ভাসার ।
ব্যস্ততার এই জীবন....
এখন আর সময় দেয় না....
আমাকে তোমার কথা মনে করে কাঁদার ।
এমনই অনুভূতি আজ তোমার প্রতি,
আমার অবুঝ ভালোবাসার ।