কোনো এক কাক ডাকা ভরে তুমি চলে এসো,
দু'বাহু মেলে দেবো...
আলিঙ্গনে আবদ্ধ করো।
ভোরের রক্তিম সূর্য উঠবে যখন,
এই ঠোঁটে ঠোঁট রেখো...
তোমার শতকালের তৃষ্ণা মিটিয়ে দেবো...
আমাকে ভালবেসো।
মধ্য দুপুরে যখন মাথার ওপর আসবে সূর্য ,
আঁচল উড়িয়ে হাওয়ায় তোমায় ছায়া দেবো...
তুমি বিশ্রাম করো।
পরন্ত বিকেলে নদীর পারে...
সবুজ ঘাশের ওপর তুমি মাথা রেখো,
তোমার বুকের ওপর আমি মাথা রাখবো।  
চুলগুলো মুক্ত করে...
নীল আকাশ মেঘে মেঘে ভরিয়ে দেবো,  
দু'জনে কথার বৃষ্টি ঝরাবো...  
কতো কাল পড়ে দেখা আমাদের,
অভিমান অভিযোগের ঝড় তুলবো।
আঁখি দুটো জলে ভেজাবো,
তুমি ভালোবাসার মালা পড়াবে গলে...
অভিমান অভিযোগ নদীর জলে ভাসিয়ে দেবো।
সাঁজের বেলায় যখন...
রাত আর দিনের মিলন হবে,
পরস্পর পরস্পরের দিকে তাকাবো।  
সিঁদুর মেঘের লালচে আভায়...
আমার মুখ লাজে ভরে উঠলে,
বলবে -
"তোমাকে ভালোবাসি প্রিয়।"
আমি বলবো-
"অনেক হল এবার ঘরে চলো।"
সাঁজের মায়া সাঙ্গ করে...
হাতে হাত রেখে,
আমরা বাড়ী ফিরবো।
কবে আসবে তুমি!
আশার আগে একবার জানিও।
ভালোবাসার নিমন্ত্রণ পাঠালাম,
প্রিয়তমার শুভেচ্ছা নিও।