কালো মেঘে ঢাকা আকাশ ...
বুনো হাওয়া ...
ইলশেগুঁড়ি বৃষ্টি ...
পিচঢালা পথে ...
হাতে হাত রেখে ...
হেঁটে চলেছি তুমি আমি ,
এমনি দৃশ্যে ...
একটি কবিতার জন্ম দেব ...
তুমি আমি ।
ঘুট ঘুটে আঁধার ...
পুকুর পাড়ে ...
কিছু জোনাক পোকা ...
নিভছে জ্বলছে  ...
কাঁধের ওপর মাথা রেখেছো তুমি ...
এলোমেলো কিছু কথা ...
উড়ছে হাওয়ায় ,
এমনি দৃশ্যে ...
একটি কবিতার জন্ম দেব ...
তুমি আমি ।  
সদ্য স্নান করে এসেছো তুমি ...
ভেজা চুলগুলো এলোমেলো ...
ঘাড়ের ওপর ...
রোঁদের আলোর নৃত্যয় ...
চিকচিক করছে চুলগুলো ...
পড়ে থাকা চুলগুলো সরিয়ে ...
সেথায় আদরের চুমু একে দিচ্ছি আমি ,
এমনি দৃশ্যে ...
একটি কবিতার জন্ম দেব ...  
তুমি আমি ।  
জানালার ফাঁক দিয়ে ...
জোৎস্না এসে পড়ছে ...
বিছানার ওপরে ...
আমার বুকের ওপর মাথা রেখে ...
ঘুমিয়ে আছো তুমি পরম শান্তিতে ...
জোৎস্নার আলোয় ...
আমি অপলক দেখছি তোমাকে ...
তুমি যেন সদ্য জন্ম নেয়া ...
কোন মায়াবি মানবী ...
অসীম মায়ায় বেধেছ আমাকে ...
রাত ভোর হচ্ছে  ...
তোমাকে দেখতে দেখতে ,  
এমনি দৃশ্যে ...
একটি কবিতার জন্ম দেব ...
তুমি আমি ।
তোমার আমার কাটানো ...
প্রতি মুহূর্তে ...
প্রতি আলাপে ...
প্রতি সংলাপে ...  
এক একটি কবিতা জন্ম নেবে ...
এক একটি কবিতা জন্ম দেব ,
তুমি আমি ।