তোমাকে পাবার আশা বড় বেশি নির্বোধ করে তোলে ,
মনের মাঝে ছেলে মানুষী খেলা করে ...
বেহায়াপনা যেনো টগবগ করে উঠে ...
শরীরের রন্ধে রন্ধে ...
নিয়ম-কানুন মুখ লুকিয়ে ফেলে লাজে ...
পাছে ভাঙ্গা হবে যে নির্ভয়ে ।
তোমাকে পাবার আশা বড় বেশি উন্মাদ করে তোলে ,
সূর্যকে চাঁদ চাঁদকে সূর্য লাগে ...
সোডিয়ামের আলো যেনো জোৎস্না হয়ে ঝড়ে ।
তোমাকে পাবার আশা বড় বেশি মাতাল করে তোলে ,
মনে হয় তোমার বুকের ভাঁজে বৃষ্টি হয়ে ঝড়ি...
পশমে পশমে বিচরণ করি...
সকাল বিকেল গোধূলি যেনো তোমার মাঝেই ডুবে থাকি।