তোমার শাড়ির আঁচল সরিয়ে,
কেবলই নরম মাংসপিণ্ড দেখতে পায় নষ্ট প্রেমিক।
আমি দেখেছি সেথায় হাজারও স্বপ্নের কবর...
শত শত দুঃখের হায়নার আচর,
ধূধূ বালিচরে মাথা উঁচিয়ে দাড়িয়ে আছে...
ডালপালাহীন বৃক্ষ বহুবছরের তৃষ্ণার্ত তুমি,
কতো বছর ঋতু তার রূপের দর্শন দেয়নি।
পাহাড়ের কাছে থেকে তুমি যেনো পূর্ণ বিদ্যা অর্জন করেছো...
মৃত হয়ে বেঁচে থাকার।