আমার কলিজার মাঝে রক্তের কনিকায় ...
তোমাকে খুঁজে পাওয়া দায় ,
কতোবার এই হৃৎপিণ্ড তোমার নামে শ্বাস নিয়েছিল ...
আমারই মস্তিস্ক আমার হয়ে ...
তোমায় নিয়ে ভেবেছিল ,
কিভাবে , কেনো , যেনো হাজারও প্রশ্ন ...
তাদের কোন উত্তর নাই ,
আমার দেয়ালে আমারই ছবি ...
আমাকে নতুন করে চেনাই ,
আয়না যেন বলে উঠে -
"তুমি কি সে ... তোমাকে কি পাগল বলা যায়।"
আমার কাছে আসা আমার গলা টিপে ধরে ...
কাছে যাওয়া কি তবে অপরাধ ,
বৃষ্টির জলকন্যা আমাকে জড়িয়ে ধরে ...
তীরের মতো শরীরে বিধে ,
খেজুর গাছে উঠতে এখন আমার কোনো বাধা নাই ...
কেন আমি সারাক্ষণ হাসি ...
কি আমার চাই ,
মনুমেন্টের কাছে দাড়িয়ে এখন আমি চিৎকার করি বলি -
"ভালোবাসাহীন বাঁচা যায় ...
তোমার আমার মাঝে আজ কোন পার্থক্য নাই ।"