কংক্রিটের পাহাড়,
লোকে লোকারণ্য..
চারপাশ পরিপূর্ণ,
তবুও শূন্যতা।  


টং দোকান গরম চা,
দুঃখের মেঘ...
নিকোটিনের ধোঁয়া,
হাসিহীন মন...
তবুও ঠোঁটে হাসি...
বয়ে চলা সীমাহীন ব্যর্থতা।


রঙ্গমঞ্চ অভিনয়ের পালা,
ভালোবাসি ভালোবাসো...
প্রেম প্রেম খেলা...
কষ্ট পাবে জানে এবেলা...
তবুও হেলা,
আবেগ স্রোতে ভেসে যায় ...
ভালোবাসার ভেলা।


ছেড়া পৃষ্ঠা স্বপ্ন ভঙ্গ...
মৃত স্বপ্নের মেলা,
মানুষগুলো আত্মহারা...  
সুখের সাথে হয় না দেখা...
তবুও বেঁচে থাকা।


নগ্ন শরীর আকর্ষিত পুরুষত্ব  ...
পতিতার বাজার চরা,
বিকিয়ে দিচ্ছে আত্মসম্মান...
কিসের ভয় করা...
যৌবন শরীরে কড়া।  


তবুও এই শহর...
প্রানের শহর,
করুক চিৎকার ধর্ষিতা...
কর্ণদ্বয়ে তালা,
আমি ভালো আছি  ...
বেশ আছে আমার প্রিয়তমা ,
আর কি বল চাওয়া।