ভুলে গেছো অতীত তোমার ওহে মুসাফির,
কাম-ক্রোধে আজ অন্ধ তুমি! তুমিই ছিলে বীর।
অতীত ভুলে দিশেহারা, বিপথেই গেছো চলে-
নতুন পথের ঠিকানা তোমায় কে বা দিবে বলে?
তোমার স্বরেই ধ্বনিত হতো আল্লাহু আকবার,
জমিন জুড়ে ছিল শুধু তোমারই জয়কার।
খোলস পড়ে আছো কিসের? লুকিয়ে আছো মুখ,
শাসন ছিল তোমার হাতে, তাতেই ছিল সুখ।
কোথায় তোমার ঢাল-তলোয়ার-বর্ম গেলো আজি?
তুমি ছিলে ঘোড়সওয়ার, সাত সাগরের মাঝি।
তোমার দেহে বইছে জানো কোন জিহাদির খুন?
তোমার তনু হারিয়েছি তেজ, ধরেছে যেন ঘুণ।
তাগুত তোমায় গ্রাস করেছে, হেরে কী গেছো তুমি?
পদতলেই ছিল তোমার সকল খণ্ড ভূমি।
কিসের ভয়ে ভীত তুমি, গোলামী করছো কার?
মিশিয়ে দিতে তাগুত-জুলুম ধূলোতে চারখার।


তোমার মাঝেই অন্য তুমি, আকাশ ছুঁতে পারো
এবার আবার মুষ্টি হাতে, গোলামী নয় কারো।
জেগে ওঠো নতুন করে ওহে নওজওয়ান,
কণ্ঠে আবার সাজিয়ে তুলো আল-কুরআনের গান।
ফিরিয়ে আনো নতুন করে ধূলোয় ঢাকা স্মৃতি-
দেখো! তুমি হবেই সফল, স্রষ্টার আঁকা রীতি।


ফুটবে আবার সোনালী ঊষা, আসবে সোনালী দিন
রক্তপাত আর গ্লানি মুছে শুধরে দিবো ঋণ।
শর্বরী আর পাপের কালোয় হবে না অন্ধকার,
বিজয় হবে ইসলামেরই, সত্যেরই বার বার।
আলোর মশাল হাতে হাতে, মুখে দ্বীনের কথা-
ঘুচে যাবে দুঃখ সকল, ঘুচে যাবে ব্যাথা।