নতুন করে বাঁচতে শেখার ইচ্ছে যখন হয়,
মনের মাঝে উথলে উঠে নানান রকম ভয়।


দিনের বেলায় খুন-জখম আর রাতের বেলায় গুম,
রাস্তাতে বের হলেই বুঝি আঁকবে বুলেট চুম।


কেমন করে সময় বেয়ে পথ হয়ে যায় শেষ,
সবার মনেই উঁকি মারে অজানা বিদ্বেষ।


ব্যালট পেপার বস্তায় জমে। নয়তো এটা ইস্যু,
এমন করেই খবর চাপে দেখছি যেন টিস্যু।


পাপের পরে পাপ রটালো ক্ষমতাধর যারা,
মুখ খুললেই সুশীল সমাজ পড়বে বুঝি মারা।


গন্ধ ছড়ায় দুঃশাসন আর জুলুমবাজি যত,
স্বাধীনভাবেই আছি বেঁচে মরে যাওয়ার মতো।


হাতবদল আর পালাবদল সবকিছুরই ঘটে,
তবুও যে কেমন করে দুর্ঘটনা ঘটে?  


শিক্ষা বুঝি ফাঁক পেয়েছে, জাফরি খোলা পেয়ে-
অশিক্ষা আর কুশিক্ষারা আসছে যেন ধেয়ে।


বুঝিনা কিছু! শব্দ বুনি, হাতে নেই আর কাজ
বুকের খাঁচা খুলে নিবে, যদি পড়ে বাজ।


সৎ-সাহস আজ পালিয়েছে সমান্তরাল ছেড়ে,
হৃদরোগীরও এসব দেখে কম্পন যে যায় বেড়ে।


হয়তো দূরে আসছে স্বপন, ঘুচবে দুঃশাসন,
দেখতে বড় ইচ্ছে করে, মানছে না তো মন।