এ পাগলা বাদল বড়ো বেসামাল করে আমায় ।
প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্তে,
জীবন পথের প্রতি ধাপে এসে মিশে যায় ।
প্রাচীন মন খারাপের ব‍্যামো শুইয়ে রাখে,
নিকোটিন ধোঁয়া গতিহীন মেঘে সখ‍্যতা পায় ।
তরুণী ধান শীষ রৌদ্র বিরহে মাথা নত করে কাঁদে,
মৃত পাতা আর আমার চোখ বেয়ে অশ্রু ফোঁটা ঝরে ।
শান্ত পাখিদের সাথে ক্লান্ত আনন্দ গুলো,
চঞ্চল প্রহরের গল্প জুড়ে হারিয়ে ফেলার বিষাদে ।
আমাকে দায়িত্বের দায়ে শিকল ধরে দাঁড়াতেই হয় ।
বড়ো নিষ্ঠুর এ দিন আমার ক্ষিপ্র বারণ শোনেনা ।


প্রেম দিন এক যুগ ঘৃণার সমুদ্রে সাঁতরায়
বিরহী রাত্রি আমার ভালোবাসা আর ভালোবাসায় ।
মাঝ পথে দু-মুখো সকাল-বিকেল এড়িয়ে চলি,
পাগলা বাদল এসে সব কিছু এক করে যায় ।


আজও সব মজেছে দোভাষী টানে,
আমার রাত কাঁদে তাই অঝোর নয়নে,
ধূসর মন, ধূসর দু-মুখো পৃথিবী-
খোলা ছাদে তাই বিরহী রাতের অশ্রু মুছতে থাকি ।


রচনাকাল- ২৬|১২|২০১৯