যদি মৃত্যু আসে আমি বিস্মিত হব না ।
আমি কাঁদবো না, আমি দৌড়ে পালাব না,
যদি মৃত্যু আসে, আমি তাকে সাদরে অভ্যর্থনা জানাবো আমার ঘুমন্ত বালিশে ।
আমি উন্মুক্ত করে দেব পাঁজরের কালকুঠরি
কিছু অনুজীব ফুসফুস কুরে খাবে । বংশ বাড়াবে ।
আমি চুপচাপ তোমাদের থেকে একঘরে হয়ে যাব ।


যদি মৃত্যু আসে কাঁচা বয়সে,
আমি কোন চিরকুট রেখে যাবো না ।
তোমাদের থেকে কোন উত্তর চেয়ে যাবো না
রাজনীতি, বিশ্ব বাজার, নাকি ঔষধের বিক্রি ।


দূরে শোনা যায় আক্রান্ত মানুষ সজোরে কাশে
কী ভয়ানক বিভৎস শব্দ ।
যেন এক অজানা অট্টহাসি-
যেন সহস্র শকুন আনন্দে ডানা ঝাপটায় ।


যদি আমি তুমি, তুমি আমরা হই ।
এসো মৃত্যু, যুগের প্রায়শ্চিত্ত করতে গলা মেলাই ।


রচনাকাল- ২১|০৩|২০২০