সেই যে গেছো আর ফিরলে না।
একটু একটু করে বিশাল জনসমুদ্র পেরিয়ে,
জঙ্গল পেরিয়ে, গুটি গুটি পায়ে এগিয়ে চলেছো ।
       চলে গেছো ভবিষ্যতের শতক মাইল ।
   বিস্তীর্ণ আকাশে প্রতিধ্বনি আসে-
                              "তোমার দূর ঠিকানা ।"
         সেই যে গেলে, আর ফিরলে না ।


        ঘুন ধরা কড়ি কাঠ বড়ো বিস্ময়,
       শাল কাঠে ঘুন ধরে ! জানা ছিল না ।
বিরহের বার বার বেঁচে থাকার ইচ্ছা উগরে এসেছে,
       ঢক্ ঢক্ করে গিলেছি ওষ্ঠাগত প্রাণ ।
  তারপর সে কি কান্না, তুমি থাকলে দেখতে ।
  যেন বাঁধ ভাঙা নদীর সমুদ্রে মেলার বাসনা ।
          তুমি আসলেই দেখতে পেতে...


           তুমি দূর থেকেও ডাকলে না,
                  সেই যে গেলে ফিরলে না ।


তাং- ২৬|০৬|২০