ধরণীর পরে কত যে দেখেছি বিদায়ের আনাগোনা,
চারিদিক হতে বিদায়ের সুর এখনো যে যায় শোনা।
বিদায় নিয়েছে অনেকের কত বিদায় নিয়েছে হায়,
কভু কোনদিন পড়ি নি কো আমি বিদায় দেয়ার দায়।
মনে আসে যদি বলে থাকি আমি, কোন দিন কটু কথা,
সন্তান ভেবে মুছে ফেলো সব রেখো না মনের ব্যথা।
যাইবার কালে শুধু কানে কানে বলে যাই দুটি কথা,
কোন দিন যেন ভুলে যেও নাকো স্মৃতির বাঁধন লতা।
হাত জোড় করে এ মিনতি করি, ওহে খোদা দয়াময়,
বিদায়ের কালে পরপারে যেন বেহেস্ত নসিব হয়।