মনে পড়ে শুধু গত হওয়া দিন
        যেদিন পাব না আর,
দেখি সব আজ হারিয়েছে মোর
        নেই কিছু হারাবার ।


কেটে গেছে দিন যেদিন আমার
        ছিল বড় সুখময়,
দিনগুলি আজ কাটে বড় অতি
        বিষাদেও অতিশয় ।


দিনগুলি ছিল বন্ধুর সাথে
        কাটিয়ে সারাটি বেলা,
সন্ধার পরে ঘরেতে মা বলে
        সারাদিন শুধু খেলা ।


কেটে গেছে দিন খেলার মাঠেতে,
        পুকুরে সাঁতার কেটে
কখনো গাছের তলায় বসেও
        পড়েছি হাঁসিতে ফেটে ।


কখনো করেছি এক সাথে মিলে
        পাঠশালা পলায়ন,
কখনো আবার কেটেছে প্রহর
        ঘুরেছি বিজন বন ।


এমনি কেটেছে কত শত দিন
        বন্ধুর সাথে মিলে,
সেই দিনগুলি হারিয়েছে বলে
        তুমিও হারিয়ে গেলে!