ধরো,
তোমাকে পেতে পেতে ফুরিয়ে যাচ্ছে এক পৃথিবী
চারদিক জন শূন্যতায় ভরপুর
সব ফুরিয়ে এসেছে,
ঠিক তখন একখণ্ড চাঁদ মন খারাপ করে
আকাশে ঝুলে আছে,
এখন খসে পরে-তখন খসে পরে অবস্থা।


ধরো!
তুমি আমি তখন মুখোমুখি বসে আছি,
ওদিকে পৃথিবী ফুরিয়ে যাচ্ছে-


মাত্রই খসে পড়ল চাঁদটা,
চারিদিকের সব  মিঠি আলোও এখন আর নেই
গাঢ় অন্ধকারে কেউই কাউকে দেখতে পাচ্ছিনা,
দুজনের মধ্যে এক-হাইফেন দূরত্বে
গরম নিঃশ্বাস ঘন হতে শুরু করছে
ভাবো ,
তখন আর কোথাও কোন পৃথিবী নেই ।