এ পৃথিবীতে আমি বহুবার এসেছি কালে,ক্ষণে-
তোমার ডাকে ফেরার গন্ধ মাখতে ।
তোমার বেড়ে ওঠা শরীরী শৈলকূপের আস্তরণে
বারবার ফিরে এসেছি নিজের অস্ত পোহাতে।


এ পৃথিবীতে আমি বহুবার ফিরে এসেছি ,তোমার
ঠোঁটের কারাগারে আজীবন বন্দি হতে,
ভ্রমন করতে এসেছি তোমার গোটা দেহের মানচিত্রের
সর্ব স্তরে দিগ্বিজয়ী নিশান হতে।


স্নানের পর যে ভেজা চুল নিয়ে
তুমি উঠোনে দাড়াও, শুকবে বলে?
আমি বৃষ্টি হয়ে বারবার ভিজিয়ে দিয়ে যাই
তোমার ভেজা চুলের গন্ধে নিজেকে ভাসাবো বলে।


এবার নিজের জন্য না হোক,
বুক পাঁজরে যে কালো রাত্রি এখন থাকে ?
তার কালো দিয়েও তোমার চোখ জোড়ায় কাজল পরিয়ে দিতে এসেছি, ডুবে যাব বলে।


তোমার বুকের যে উষ্ণ জমিনে আমি তল্পিতল্পাসহ
এসে ঠাঁই নিয়ে বসেছি ,
সে জমিনে বারবার নিজের কবর খুঁড়েই মারা যাই
তোমার ওষ্ঠে পুনরায় জন্ম নেবো বলে।