আমি খুব অল্প-স্বল্প বাঁচি,
গুনে গুনে এক-দুই কি তিন বেলা
মাঝে মাঝে রাস্তার পাশের আবর্জনা পুড়ানো
আগুন হয়ে জ্বলি,
খানেক হাওয়া হয়ে ঘুরি পথে ঘাটে
অথবা সদ্য খাঁচা হতে মুক্ত উড়ন্ত পাখির
পালক ছোয়ার বাহানায়।
কিছুদিন আমি অলীক হই
ঘুরে বেড়াই যন্ত্রমানব মানবীদের অন্তরে
অবাধ্য প্রেমিক-প্রেমিকার ঠোঁটে, চোখে, আঙুলে ,যোনিতে
অথবা হৃদপিন্ড থেকে মস্তিষ্কের মধ্যবর্তী দূরত্বে।
এভাবে বেঁচে থাকার অস্থিরতা বাড়ে-
সে অস্থিরতা কমাতে কিছুদিন গাছ হলাম
নিঃসঙ্গ একা দাড়িয়েই কাটিয়ে দিলাম যুগের পর যুগ।
তবুও না হয় বাঁচি অল্প-স্বল্প বা আরো কিছু কম।