মিলে সাদা বকেরা, সারি বেঁধে দাঁড়ায়,
ঝিলে কাদায় তারা, লম্বা গলা নামায়!
ধ্যানে মগ্ন থেকে, অনড় চিত্তে দেখে,
বিনে মৎস ট্যাঁকে, ধৈর্য্য ধরে রাখে।
কালো কাদা নরম, অর্ধ-ডুবন্ত পা,
ভালো সাদা মগম, ফকফকে গা!
নড়লো একটু, উঁকি দিলো দেহ,
সরলো হাঁটু, ঝাঁকি খেলো আবহ!
হয়নি কিছুই, এমন ভাবখানা তার,
কয়নি বাবুই, তখন উড়ন্ত বাহার!
গম্ভীর স্থির, ব্যক্তিত্বে ভরপুর,
প্রবীর বীর, বীরত্বে অসুর!
প্রসন্ন মুখ, আরেকটি কখন?
আসন্ন সুখ, মনে তাসবিহ জপন।