(বিবাহিতদের জন্যে!)
সুন্দরী পরী!
ভাসিয়ে তরী,
এলে মেঘের ভেলায়।
তব রূপে হায়!
চমকিত আমি!
বিভোর থাকি,
সারা দিবসযামী!
তোমার মুখ পানে চেয়ে,
সৌন্দর্য সুধা পিয়ে!
এত সুন্দর সুর!
স্নিগ্ধ মিষ্টি-মধুর,
বিমোহিত আশপাশ,
মিটিয়ে মনের আঁশ!
হাসো অপূর্ব ঢঙে!
রাঙাও কল্পনা রঙে!
তুমিহীনা কত যে কাতর,
একাকী ভীষণ অনাদর!
সুপ্ত কান্না বিরহ ব্যথা,
তোমার স্মৃতিতে অমলিন রাখা।


ঐ আকাশে রাজপ্রাসাদে,
উঠি চলো দুজন!
সবুজ কানন আর, স্ফটিক বাঁধন-
স্বচ্ছ জলঘেরা মায়াবী আবহে।
হাত ধরে দুজনা চলো ঘুরি আনমনা,
প্রিয়া, কভু কি যাবে ছেড়ে আমায় বলোনা?
তোমার ঐ মিষ্টি হাসি দেখে দেখে কেটে যাক আজ অনন্ত বেলা,
আমি অপলক চেয়ে এ ঝলক, অনিন্দ্য বদনে দেখি রূপের খেলা!
গোল চাঁদটা নড়ে নাকি মেঘেরা উড়ে?!
স্তব্ধ মুগ্ধতায় অনড় তাকাই সেই অনেক দূরে!
নীল নীল আকাশে, বিমোহিত বাতাসে!
প্রাণ খুলে আজ হাসি চলো দুজন!
আজ মোদের আনন্দে ভাসুক এ মায়ার কানন!
বাড়ছে রাত, দেখো, একটু একটু করে কুয়াশারা হাওয়ায় ভাসে!